ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্ষার আগেই সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ সেতুমন্ত্রীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বর্ষার আগেই সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ সেতুমন্ত্রীর

ঢাকা: আগামী বর্ষা ঋতুর আগেই দেশের সড়ক-মহাসড়কগুলোতে চলমান সংস্কারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান প্রকল্পসমূহের কাজের অগ্রগতি  পর্যালোচনা সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

কাজের গুণগত মান বজায় রাখতে হবে, জনগণের অর্থের অপচয় কিংবা অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় দেশের সড়ক সংস্কার ও মেরামতে গঠিত মন্ত্রণালয়ের মনিটরিং টিমগুলোর কার্যক্রম জোরদার করার পাশাপাশি সড়ক সংস্কার ও পরিবহণ ব্যবস্থাপনা কার্যক্রমের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জলিল ও মনিউর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।