ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ছয় ইটভাটাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ঝালকাঠিতে ছয় ইটভাটাকে জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রঘুয়ারদরিচর এলাকায় অভিযান চালিয়ে ছয় ইটভাটাকে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

সোমবার (০২ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে রঘুয়ারদরিচর এলাকার মো. শহিদুল ইসলামের মেসার্স এ.এস.ব্রিকস-১, মেসার্স এ.এস.ব্রিকস-২, মো. আল আমিন হোসেন সুমনের মেসার্স এইচ বি ব্রিকস, মো. চুন্নু ফকিরের মেসার্স জিজিবি, মেহেদী হাসানের মেসার্স কে এস বি ব্রিকস ও আব্দুল ছালাম গাজীর মেসার্স এম সি বি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ছয় ‍ইট ভাটাকে জরিমানা করা হয়। এছাড়াও বৈধভাবে নির্মিত ড্রাম চিমনি ভেঙে ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফায়েজুল আলম’র নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম, পরিদর্শক মো. তোতা মিয়া ও আনজুমান নেছা।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।