সোমবার (০২ জানুয়ারি) শর্তসাপেক্ষে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে অনুমতি দেওয়া হয়।
দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তা ও ব্যাটারি চালিত রিকশা মালিকদের সঙ্গে বৈঠক করেন রাজশাহীর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৈঠকে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিমের পক্ষে উপস্থিত ছিলেন- আবু ছালে মো. নুরে সাঈদ। এছাড়া ২ নম্বর ওয়ার্ড কাউন্সিল মাহবুব সাঈদ টুকু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান।
রিকশা চলাচলে শর্তগুলো হচ্ছে- ব্যাটারি চালিত রিকশার গতি ২০ এর উপর তোলা যাবে না। দুই মাসের মধ্যে অবশ্যই পা ব্রেক লাগাতে হবে। এক বছরের মধ্যে ব্যাটারি চলিত রিকশার মডেল পরিবর্তন ও মোটা চাকা লাগাতে হবে। সিটি করপোরেশন থেকে লাইসেন্স করা ৫ হাজার ৪শ’ ৪৪টি ব্যাটারি চালিত রিকশার অতিরিক্ত রিকশা চালানো যাবে না। অবৈধ লাইসেন্সধারী ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে হবে। বাইরের ব্যাটারিচালিত রিকশা মহানগরীর ভেতর প্রবেশ করতে পারবে না। মালিক ও শ্রমিক মিলিতভাবে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে এবং চার থানায় এ ধরণের চারটি কমিটি করতে হবে। এসব কমিটি কোনো ক্রমেই মালিক ও শ্রমিকের নিকট হতে কোনো চাঁদা আদায় করতে পারবে না।
এছাড়া ব্যাটারিচালিত রিকশা লাইসেন্স ফি বর্তমানে যা আছে তা বাড়ানো যাবে না এবং রাসিকের লাইসেন্স প্লেট, অ্যাম্বুস, মনোগ্রাম ও নম্বর প্লেট করতে হবে।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসএস/আরআইএস/বিএস