ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে সেনাবাহিনীর কৃষকবান্ধব ভেটেরিনারি ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
বড়াইগ্রামে সেনাবাহিনীর কৃষকবান্ধব ভেটেরিনারি ক্যাম্পেইন বড়াইগ্রামে সেনাবাহিনীর কৃষকবান্ধব ভেটেরিনারি ক্যাম্পেইন-ছবি: বাংলানিউজ

নাটোর: সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রামে গবাদি পশুর চিকিৎসা দিতে ‘কৃষকবান্ধব ভেটেরিনারি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়ার দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের ব্যবস্থাপনায় পাবনার ঈশ্বরদী মিলিটারি ফার্ম আয়োজিত ক্যাম্পটির উদ্বোধন করেন-নাটোর-৪ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস।

এসময় উপস্থিত ছিলেন-ঈশ্বরদী মিলিটারি ফার্মের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম মোস্তফা, চিকিৎসক মেজর মো. রেজাউল করিম, মেজর পিযুষ কুমার বিশ্বাস, লেফটেন্যান্ট দোদুল মাহমুদ, লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অন্তিম কুমার সরকার ও পশু চিকিৎসক উজ্জ্বল সরকার প্রমুখ।

ঈশ্বরদী মিলিটারি ফার্মের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সকাল থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে দিনব্যাপী। এ ক্যাম্পেইনে এ এলাকার গরিব কৃষকদের গবাদি পশুর চিকিৎসা সেবা এবং তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।