আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই বাড়তে থাকবে শীতের প্রকোপ। রাজধানীর তাপমাত্রা নেমে যেতে পারে ১২ ডিগ্রিরও নিচে।
এমন পরিস্থিতিতে ঠাণ্ডা-কাশিসহ শীতজনিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত শীতে মৌসুমী সবজির ওপরও বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে রাজধানীর বিভিন্ন মার্কেটসহ ফুটপাতে শীতের পোশাক তৈরির ধুম পড়েছে। বুধবার থেকেই এসব শীতবস্ত্রের দাম বাড়তির দিকে বলে খবর পাওয়া গেছে। শীত আরো জেঁকে বসে শীত বস্ত্রের দামও পাল্লা দিয়ে বাড়বে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
জেডএম/