বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে ডিআইটিএফের আরএফএল প্যাভিলিয়নে শিশুদের বিশেষ আকর্ষণ তৈরি হচ্ছে বেবি ডকুমেন্টক্যাশকে কেন্দ্র করে। সাধারণত করপোরেট ব্যক্তিদের ডকুমেন্ট ক্যাশ মানেই হয় ব্রিফকেস।
বেবি ডকুমেন্ট ক্যাশে বাচ্চাদের লেখা, ছবি আকার সব উপকরণ রয়েছে।
আরএফএলের কর্মকর্তা আনিসুর বাংলানিউজকে বলেন, বেবি ডকুমেন্টক্যাশে বাচ্চাদের প্রয়োজনীয় ১৫টি আইটেম রয়েছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো কলম, পেন্সিল, রাবার, স্কেল, রঙ পেন্সিলসহ আরও অনেক কিছু। বেবি ডকুমেন্ট ক্যাশের দাম পড়বে ৩০৫ টাকা।
বেবি ডকুমেন্ট ক্যাশে রাখা বাচ্চাদের উপযোগী এই ১৫টি আইটেম বাইরে থেকে কিনতে অন্তত ৪শ টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন আনোয়ার জাহিদ।
তিনি বলেন, বাচ্চাদের মেলায় এসে মূল আকর্ষণ থাকে এই বেবি ডকুমেন্টক্যাশকে কেন্দ্র করে। বেবি ডকুমেন্টক্যাশ হাতে নিয়ে তাই খুশি শিশুরা। আমি আব্বুর মতো অফিসের ব্যাগ কিনেছি বলেই হেসে ওঠে রাইসা।
আরএফএলে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন সাইজের নকশার পেন্সিল বক্স। এসব বক্সের দাম ১৫ টাকা থেকে ১০০ টাকা পড়বে। আরও রয়েছে জ্যামিতি বক্স। জ্যামিতি বক্স কিনতে খরচ পড়বে ৬৫ টাকা।
সেখানে আরও পাওয়া যাচ্ছে সংসারের সব প্রয়োজনীয় তৈজসপত্র যাকে কেন্দ্র করে ভিড় তৈরি হয়েছে নারীদের। প্লেট, গ্লাস, মগ, হাড়িসহ রয়েছে সব ধরনের জিনিস।
রাজধানীর শেরে বাংলা নগরে পহেলা জানুয়ারি পর্দা ওঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর।
রোববার (০১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এ মেলা শুরু হয়েছে। যা চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে।
মেলায় বিশ্বের বিভিন্ন দেশের স্টল রয়েছে। যেখানে ক্রেতা বা ভোক্তারা তাদের পছন্দ অনুযায়ী দেশি-বিদেশি পণ্য কিনতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
ইউএম/পিসি
**বাণিজ্য মেলায় রোদের হাসি