দর্শনার্থীর হাতে কিছু দেখলেই খাবার মনে করে বানরগুলো দল বেধে নিচে নেমে আসে, মনে হয় যেন আগত ব্যক্তি তাদের অনেক দিনের চেনা।
১৬০৪ সালে এই এলাকায় বানরগুলোর আবির্ভাব ঘটে বলে জানা যায়।
ক্ষুধার যন্ত্রণায় বানরগুলো এখন দল বেধে মানুষের বাসা বাড়িতে হানা দিচ্ছে। তবে এরা কারও কোন ক্ষতি করছে না। প্রাণিসম্পদ কর্মকর্তা ডেটেরিনারি সার্জন রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, কোনো বানর অসুস্থ হয়েছে জানতে পারলে আমাদের কর্মকর্তারা তাৎক্ষণিক চিৎকিসার জন্য ছুটে যান। বর্তমানে খাবারের অভাবেই আসলে বেশির ভাগ বানর অসুস্থ হয়ে পড়ছে।
পৌরসভা মেয়র গোলাম কবির মোল্লা বাংলানিউজকে জানান, বানরগুলোর খাবারের জন্য পৌরসভার পক্ষ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে বাজেট রাখা হয়।
এ বিষয়ে ধামরাই উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, বানরগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
আরএ