বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে শহরের মুক্তির মোড় থেকে তাদের আটক করা হয়। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুরে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। পরে মিছিলটি মুক্তির মোড়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বাংলানিউজকে বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ করেছে। এতে তিনিসহ দলের আট/দশ জন নেতাকর্মী আহত হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শহরে বিনা অনুমতিতে মিছিল বের করায় শৃঙ্খলা ভঙ্গকারী জেলা যুবদলের আট নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে কাউকে লাঠিচার্জ করা হয়নি বলে দাবি করেন তিনি।
আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এজি/আরএ