ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবে পাখির কলতান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
প্রেসক্লাবে পাখির কলতান প্রেসক্লাবের পাখি প্রদর্শনী/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: প্রেসক্লাবের অডিটোরিয়ামে ঢুকে ১২ বছরের সিনথিয়া আজিম যেন পেলো নতুন এক জগ‍ৎ। চারদিকে হরেক প্রজাতির পাখি আর পাখি। তাদের কলতানে মুখরিত প্রেসক্লাব। কোনটা ছেড়ে কোনটা দেখবে। একসময় সে বলেই বসলো ‘এতো পাখি আমি একসঙ্গে আগে কখনও দেখিনি।’

সিনথিয়ার মতো অনেককেই মুগ্ধ করেছে এভিকালচারাল সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত বিদেশি পোষা পাখির প্রদর্শনী। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দু’দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে ‍এ পাখি প্রদর্শনী।

সকাল থেকেই প্রেসক্লাবে পাখিপ্রেমীদের ভিড় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত তানজিম বাংলানিউজকে বলেন, আমি নিজে পাখি পুষি। ফেসবুকে ইভেন্ট দেখে এ মেলায় এসেছি। নানা রকম পাখি দেখে সত্যি বিমোহিত হচ্ছি।

একজোড়া ককাটেল পাখির মালিক নিশাত এখন আরও পাখি পোষার অনুপ্রেরণা পাচ্ছেন বলেও জানান।

এভিকালচারাল সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. মো. আমজাদ চৌধুরী বলেন, এ মেলার মাধ্যমে সবধরনের পোষা পাখিকে একমঞ্চে দাঁড় করানো যায়।

প্রেসক্লাবের পাখি প্রদর্শনীতে কাজী ফিরোজ রশীদ/ছবি: জিএম মুজিবুরতিনি বলেন, প্রকৃতি নিয়ে কথা উঠলেই স্বাভাবিকভাবে এর সংরক্ষণের প্রসঙ্গ এসে যায়। খাঁচায় বিদেশি পাখি পোষা ও এর প্রজননের মাধ্যমে বন্য পাখিদের রক্ষা করা যায়। কারণ, খাঁচায় জন্ম নেওয়া পাখি পুষলে বন থেকে বন্য পাখি ধরে আনতে হয় না।  

সহ-সভাপতি আখতারুজ্জামান মিরাজ বলেন, প্রদর্শনীতে ককাটেল, ফোরপাস, লাভবার্ড, ইলেক্ট্রাস, প্যারোট, ফিজেল, বাজিরিগা, ম্যাকাও, কাকাতুয়া, লরি, গালা, পামপাকাতু, ক্যানারিসহ প্রায় একশোরও বেশি প্রজাতির পাখি আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
জেপি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।