ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে সংবিধান রক্ষা ও গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
শেরপুরে সংবিধান রক্ষা ও গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন বগুড়ার শেরপুর উপজেলায় সংবিধান রক্ষা ও গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন শোভাযাত্রা- ছবি: বাংলানউজ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় সংবিধান রক্ষা ও গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে এটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি হাবিবর রহমান।


 
এতে আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শাহজামাল সিরাজী, গোলাম হোসেন, আবু তালেব আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, ছাত্রলীগ নেতা আব্দুস সাত্তার ও আবু বকর ছিদ্দিক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।