ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘পুলিশের প্রবীণ কর্মকর্তারা আমাদের সম্পদ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
‘পুলিশের প্রবীণ কর্মকর্তারা আমাদের সম্পদ’

ঢাকা: ‘পুলিশের অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তারা আমাদের সম্পদ’ উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ কর্মকর্তারা অবসরে গিয়েও সামাজিক এবং নাগরিক দায়বোধ থেকে নিজেদের জনসেবায় নিয়োজিত রাখছেন তা সত্যিই প্রশংসনীয়। তাঁদের বিজ্ঞ পরামর্শ এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের পাথেয়।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে এসআই শিরু মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’র (বিআরপিওডব্লিউএ) ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের জন্য জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।

সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশ যথেষ্ট সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। পুলিশ এখন যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।  

পুলিশে কর্মরত এবং প্রবীণ কর্মকর্তাদের সম্মিলনে আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতাও কামনা করেন তিনি।  

আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যসহ সকল শহীদ এবং দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আইজিপি রাজারবাগে এসোসিয়েশনের নবনির্মিত ভবন ‘বিআরপিওডব্লিউএ কমপ্লেক্স’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অনুষ্ঠানে ‘এস এম আহসান স্মৃতি পুরস্কার’, ‘প্রফেসর অনামিকা হক লিলি ও ড. এম এনামুল হক পুরস্কার’, ‘এম এন ভক্ত-শিপ্রা ভক্ত ফান্ড’ এবং ‘ক্ষিতিশ চন্দ্র মল্লিক-মায়া মল্লিক ফান্ড’ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সমিতির চারজন বয়োঃজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় আইজিপি তাঁদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।    

বিআরপিওডব্লিউএ‘র সভাপতি এম সহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি ও প্রাক্তন অতিরিক্ত সচিব মো. সারোয়ার হোসেন, মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।