ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএসসিসি’র বিনামূল্যে সেবা বাড়লো আরও একমাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ডিএসসিসি’র বিনামূল্যে সেবা বাড়লো আরও একমাস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ বাড়িতে গিয়ে বিনামূল্যে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া কার্যক্রমের মেয়াদ আরও একমাস বাড়িয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত দ্বিতীয়বারের মতো চলমান এ কার্যক্রমের মেয়াদ  শেষ হলে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং নাগরিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মেয়র সাঈদ খোকন এ কার্যক্রম আরো একমাস বৃদ্ধির অনুমোদন দেন। যা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

এর ফলে নাগরিকরা ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারবেন।

নাগরিকদের বিনামূলে সেবা দিতে চালু করা এ কার্যক্রমে সবশেষ হিসেব পর্যন্ত কল সেন্টারে ৩৮৯৮৮টি ফোন কল এসেছে। যার মধ্যে করপোরেশন এলাকার কল ১৬০১৭টি। আর নাগরিকদের অনুরোধে বাড়িতে গিয়ে সেবা দেওয়া হয়েছে ৯২০৮ জনকে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।