ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
মধুপুরে দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি মধুপুর পৌর শহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও আ’লীগ কার্যালয়

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মঙ্গলবার (০২ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে মধুপুর পৌর শহরের জামালপুর সড়কের আওয়ামী লীগ অফিস সংলগ্ন খন্দকার মটরস নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় পাশের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় বেশ কিছু আসবাবপত্র।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ওই দোকানে আগুন দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

মধুপুর ফায়ার স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৭/৮ লাখ টাকার মতো।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।