তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সিদ্দিকুজ্জামান চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৩ ভোট পেয়েছেন।
অপর দিকে, একই উপজেলার হাতিয়ারা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে নার্গিস বেগম (তাঁলগাছ) ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ফুকরা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৫৯৫ হলেও ভোটাধিকার প্রয়োগ করেন ৮ হাজার ৭৮৮জন। এর মধ্যে ৪৮টি ভোট বাতিল হয়। মোট ভোটারের ৫৩ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রযোগ করেন।
জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে গঠিত ৫ টি মোবাইল টিম, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে এ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়।
২ অক্টোবর ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক মোল্যা মটর সাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। জুলাই মাসে হাতিয়াড়া ইউনিয়নের মহিলা সদস্য শারমিন বেগম মারা গেলে পদটি শূন্য হয়।
বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এইচএডি/