মৌলভীবাজার: মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার চৌমুহনা, পাখিয়ালা বাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মো. আল-আমিন বাংলানিউজকে জানান, অভিযানে বড়লেখার চৌমুহনাতে মেসার্স রিয়াজ ফার্মেসিকে সাড়ে তিন হাজার, পাখিয়ালা বাজারের শ্রীবাস স্টোরকে দুই হাজার, সিরাজ অ্যান্ড সন্সকে আড়াই হাজারসহ মোট আট হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, নিষিদ্ধ ঘোষিত খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই তিন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
বিবিবি/এসআরএস