ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ১০টি শিশু বিকাশ কেন্দ্রে সহায়ক উপকরণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
বরিশালে ১০টি শিশু বিকাশ কেন্দ্রে সহায়ক উপকরণ বিতরণ

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় স্থাপিত বাংলাদেশ শিশু একাডেমির ১০টি শিশু বিকাশ কেন্দ্রে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে এ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক  এসএম অজিয়র রহমান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, জেলা সমাজসেবা কার্যালয়েরর উপপরিচালক আল-মামুন তালুকদার, সংস্কৃতিজন অ্যাডভোকেট এসএম ইকবাল, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিশু ও অভিভাবকবৃন্দ।  

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশালের জেলা প্রশাসন কতৃক সহায়ক উপকরণ হিসেবে সিলিং ফ্যান, লাইট, চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।