ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বিনামূল্যে স্থায়ী দোকান পেলেন ২৬ চর্মকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
কক্সবাজারে বিনামূল্যে স্থায়ী দোকান পেলেন ২৬ চর্মকার

কক্সবাজার: কক্সবাজার শহরের লালদিঘির পাড়ে ঝুপড়িতে বসে জুতা সেলাই ও পলিশের কাজ করতেন ২৬ জন কর্মকার। সেই জায়গায় তাদের স্থায়ী দোকান ঘর করে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

লালদিঘির উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নবনির্মিত বুট পলিশ মার্কেটে ওই ২৬ চর্মকারকে বিনামূল্যে স্থায়ী দোকান উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজের পর এক অনুষ্ঠানের মাধ্যমে এসব দোকান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন প্রকল্প (পিডি) কর্মকর্তা লে. কর্নেল আনোয়ারুল ইসলাম, সচিব আবু জাফর রাশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লালদিঘির পশ্চিম পাশে অনেক বছর ধরে ঝুপড়িতে জুতা সেলাইয়ের কাজ করে আসছিলেন চর্মকাররা। লালদিঘির উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে তাদের অপসারণ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

পুকুরপাড়ে নির্মিত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন স্থাপনায় চর্মকারদের জন্য দোকান রেখেই বিশেষ নকশা প্রণয়ন করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সেই মোতাবেক ওইখানে থাকা ২৬ জন চর্মকারের জন্য ২৬টি পাকা ও সুদৃশ্য দোকান তৈরি করা হয়। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে দোকানগুলো হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।