ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে করোনা বিষয়ক সচেতনতায় ১০ সংস্কৃতিজন সংবর্ধিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
যশোরে করোনা বিষয়ক সচেতনতায় ১০ সংস্কৃতিজন সংবর্ধিত যশোরে করোনা বিষয়ক সচেতনতায় ১০ সংস্কৃতিজন সংবর্ধিত। ছবি: বাংলানিউজ

যশোর: করোনাকালীন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জনগনকে সচেতন করা এবং করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় ভূমিকা রাখার জন্য যশোরে ১০ সংস্কৃতিজনকে সম্মান জানিয়েছে ‘পুনশ্চ যশোর’ সংগঠন।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সমাজকর্মী ও উন্নয়নকর্মীদেরও এগিয়ে আসতে আহ্বান জানান।

আয়োজনে সম্মাননা প্রাপ্তরা হলেন সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, চাঁদেরহাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সুরবিতান সংগীত একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য বাসুদেব বিশ্বাস,জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি শ্রাবণী সুর, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সপ্তসুর যশোরের পরিচালক রফিকুল ইসলাম এবং নৃত্যবিতান যশোরের পরিচালক জন সঞ্জিব চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে আশরাফ হোসেনের কথা ও সুকুমার দাসের সুরে সমবেতকণ্ঠে সঙ্গীত পরিবেশিত হয়। এরপর প্রদীপ প্রজ্বলন, সম্মাননা প্রদান, সমবেত সংগীত, আবৃত্তি, নৃত্য ও শিশুতোষ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে দুই ঘণ্টাব্যাপী এ উৎসব সমাপ্ত হয়।

আয়োজনে জেলার প্রবীণ আইনজীবী মঞ্জুরুল হক, যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম উদ দ্দৌল্লা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের সম্পাদক আশরাফ হোসেন, প্রথম আলো বন্ধুসভা যশোরের সভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০২০
ইউজি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।