ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানাধীন এক নম্বর সেক্টরের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে ইয়াসমিন আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ইয়াসমিন আক্তার টেকনাফের  আব্দুল জলিলের মেয়ে। তিনি ওই বাসায় চারবছর ধরে গৃহকর্মীর কাজ করতেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এক নম্বর সেক্টর ১২ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির পঞ্চম তলায় গৃহকর্মীর কাজ করতেন তিনি। ওই গৃহকর্তার নাম ডা. ইকবাল। গতরাত ১টা দিকে বাসার পঞ্চম তলার ছাদ থেকে একটি কাপড় বেঁধে নিচে নামার চেষ্টা করছিলে ইয়াসমিন। তখন কাপড় থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে তিনি বাসা থেকে পালানোর চেষ্টা করছিল তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।