সাভার (ঢাকা): সাভারের আমিনবাজারে একটি পিকআপ ভ্যান থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৪।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী।
এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) গভীর রাতে আমিনবাজারের শাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা জেলার মো. মোশারফ হোসেন (৫৬) ও নড়াইল জেলার মনির কাজী (২৬)।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাতে শাহ ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। এসময় গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০০০ বোতল ফেন্সিডিল পাওয়ায় গাড়িতে থাকা দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
র্যাব-৪ সিপিসি-১ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এসআই