ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজ হওয়ার তিন দিন পর মিললো যুবকের মরদেহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
নিখোঁজ হওয়ার তিন দিন পর মিললো যুবকের মরদেহ

বরগুনা: বরগুনার পাথরঘাটায় স্লুইজ গেটের মুখে মাছ ধরার সময় ইব্রাহিম হোসেন সাগর (২৬) নামে এক যুবক নিখোঁজ হওয়ার তিন দিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ কাঁঠালতলী স্লুইজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ইব্রাহিম স্থানীয় মৃত আফজাল হোসেনের ছেলে ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।  

তাকে উদ্ধারের জন্য পাথরঘাটা ফায়ার সার্ভিস, বরিশালের ডুবুরি দল, কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শাহাদত হোসেন জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) গভীর রাতে মাছ ধরার সময় নিখোঁজ হন ইব্রাহিম নামে এক যুবক। ধারণা করা হচ্ছে স্লুইজ গেটের মধ্যে পড়ে কোথাও আটকে অথবা স্রোতে ভেসে যান তিনি। তাকে উদ্ধারের জন্য বরিশালের ডুবুরি দলের সহযোগিতায় ধারাবাহিক অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ৫শ গজ দূরে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মরদেহের বাম কানের পাশে আঘাতের চিহৃ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।