বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের আমড়াখালি চেকপোস্ট থেকে দুই কেজি ১০ গ্রাম ওজনের ছোট বড় ২৪ পিস সোনার বারসহ বাকী বিল্লাহ (২৬) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ স্বর্ণের সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক বাকী বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা সন্ধ্যা সাড়ে ৭টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, লোকাল বাসে করে এক ব্যক্তি যশোর থেকে সোনার বড় একটি চালান নিয়ে বেনাপোলে আসছেন-এমন খবরের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি যশোর থেকে বেনাপোলগামী লোকাল বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসে তল্লাশি চালিয়ে বাকী বিল্লাহকে আটক করে তার দেহ তল্লাশি করে দুই কেজি ১০ গ্রাম ওজনের ২৪ পিস সোনার বার পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার বারগুলোর সিজার মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআই