রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী মহানগরীকে এখনও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। পরিকল্পিত নগরী গড়তে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনেক ভূমিকা রয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহীর রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের (রেডা) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দেশের সবচেয়ে সুন্দর নগরী রাজশাহী যার প্রশংসা সর্বত্র। রাজশাহীতে অব্যাহতভাবে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। গুণগতমান ভালো রেখে এ নগরীতে বহুতল ভবন নির্মাণে রেডাকে অনুরোধ করছি।
তিনি বলেন, রাজশাহীতে শিল্পায়ন তেমন হয়নি। ফলে বেকার সমস্যা রয়েই গেছে এ নগরীতে। সরকারি বিশ্ববিদ্যালয়, রুয়েট, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা এ নগরীর অর্থনীতিকে সচল রেখেছে। আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সরকার ইতোমধ্যে বিসিক ফেজ-২, শিল্পাঞ্চল, চামড়া শিল্পাঞ্চল স্থাপনের অনুমোদন দিয়েছেন। শিল্পাঞ্চলসমূহের কাজ শুরু হলে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে।
রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আনোয়ার হোসেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম, চেম্বার অব কমার্সের সভাপতি মো. মনিরুজ্জামান, রাসিকের সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসএস/আরআইএস