গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের সকল মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খরচ ও হোল্ডিং ট্যাক্স ফ্রি করে দিচ্ছি।
মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি ও ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে সকল মুক্তিযোদ্ধা জীবিত আছেন, তারা দেখে যাক তাদের সন্তানেরা ভালো আছেন। স্বাধীনভাবে তারা কাজ করছেন এবং মর্যাদার সঙ্গে কাজ করতে পারছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারসহ প্রায় দেড় হাজার মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা ও উপহার সামগ্রী দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
আরএস/ওএফবি