ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
যশোরে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

যশোর: যশোরে সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী শিল্পগোষ্ঠী।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উদীচী যশোর জেলা সংসদ এ আয়োজন করে।

 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।  

যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে উদীচীর কর্মীরা প্রতিবাদী এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। গণসংগীত, নৃত্য, আবৃত্তির মাধ্যমে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেয় উদীচী।  

অনুষ্ঠানে বক্তৃতা করেন উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।