ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রিকশায় ধাক্কা দিয়ে পালাল সিভিল সার্জনের গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
রিকশায় ধাক্কা দিয়ে পালাল সিভিল সার্জনের গাড়ি ক্ষতিগ্রস্ত রিকশা নিয়ে বসে আছেন রেজাউল করিম

লালমনিরহাট: লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়ের গাড়ির ধাক্কায় রেজাউল করিম নামে এক দরিদ্রের রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন ওই রিকশা চালক।

ঘটনার পরপর গাড়িটি পালিয়ে গেলেও এগিয়ে এসেছেন গণমাধ্যমকর্মীরা।

সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের রেল স্টেশন রোডের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ গেটে এ ঘটনা ঘটে।

রিকশা চালক রেজাউল সদর উপজেলা মোগলহাট ইউনিয়নের জিরামপুর গ্রামের বাসিন্দা।

ওই রিকশা চালক জানান, স্টেশন রোড হয়ে মিশন মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। মজিদা খাতুন সরকারি কলেজ গেটে পৌঁছালে সিভিল সার্জনের গাড়িটি তার রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার চাকা বেঁকে যায় এবং তিনি মাটিতে পড়ে আহত হন।

তিনি জানান, ঘটনার পর তাকে সাহায্য না করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

রিকশা চালক রেজাউর করিম বলেন, আমরা গরিব মানুষ। পেটের দায়ে রিকশা চালাই। বড় অফিসারদের গলা ধাক্কা আর গাড়ির ধাক্কা এটা নিত্যদিন ঘটে। কেউ তুলে দাঁড় করিয়ে রিকশা মেরামতের ব্যবস্থা করেন। কেউ করেন না। আজও সিভিল সার্জনের গাড়ির ধাক্কায় রিকশাটি বিকল হয়েছে। নিজে আঘাত পেয়েছি তাতে দুঃখ নেই। কষ্ট পেয়েছি, গাড়িতে থাকা সিভিল সার্জন ফিরেও তাকায়নি। মেরামত করার মত টাকা আমার কাছে নেই। রিকশা না চালালে পরিবারকে না খেয়ে থাকতে হবে। এত বড় অফিসারের বিরুদ্ধে যাওয়ার কোনো শক্তি বা সাহস আমার মত রিকশা চালকদের নেই।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে এমন হলে রিকশা চালককে খুঁজে তার রিকশা মেরামত করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।