ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্ত্র-গুলিসহ জিসান গ্রুপের ৮ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
অস্ত্র-গুলিসহ জিসান গ্রুপের ৮ সদস্য গ্রেফতার প্রতীকী

ঢাকা: রাজধানীর শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের ৮ সদস্যকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বাড্ডা এলাকায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে গুলি করার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিসান গ্রুপের ৮ সদস্যকে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি এবং মাদকসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ২৬ ডিসেম্বর , ২০২১
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।