ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪

ঢাকা: নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় যানজটের কারণে ক্রংসিয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় আরেকজন মারা গেছেন। এ নিয়ে মোট চারজন মারা গেলেন।

 

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ উদ্দিন (৬৫) মারা যান।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, রাতে তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তাঁর মরদেহ মর্গে রাখা আছে।

নিহতের ছেলে শাহরিয়ার মাহমুদ শিশির বলেন, তাদের বাসা নারায়ণগঞ্জ বন্দরের ঘাড়মোড়া গ্রামে। তার বাবা পঞ্চবটি কোল্ডস্টোরে চাকরি করেন। কাজ শেষে আনন্দ পরিবহনে করে বাসায় যাচ্ছিলেন।  

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় রেল ক্রসিংয়ে লাইনের ওপরে বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে ঢামেকে আরও দুজন নিহত হন।  

প্রসঙ্গত, শহরজুড়ে যানজটের কারণে প্রায় সময়ই রেললাইনের ওপর আটকে থাকে নানা যানবাহন। তবে রেলওয়ের লাইনম্যানদের সতর্কতায় অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পায় যানবাহনগুলো।

আরও পড়ুন:
যানজটে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২
রেল ক্রসিংয়ে আহত ৪ জন ঢামেক-মিডফোর্ডে
রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১ 
এজেডএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।