ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লঞ্চে আগুন: ৪র্থ দিনে মিললো আরও এক মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
লঞ্চে আগুন: ৪র্থ দিনে মিললো আরও এক মরদেহ লঞ্চে আগুন: ৪র্থ দিনে মিললো আরও এক মরদেহ

ঝালকাঠি: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চতুর্থ দিনে এক জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে নাপিতেরহাট এলাকার বিষখালি নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মরদেহটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা একটি মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদরে নিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন শতাধিক যাত্রী। আর আহত অনেককেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেডএ

***লঞ্চে আগুন: ক্ষতিপূরণের রিটের শুনানি মঙ্গলবার 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।