ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফারুক মোল্লা

নড়াইল: নড়াইলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্যাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলা সদর উপজেলার চুনখোলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফারুক ওই গ্রামের মো. হবিবার মোল্যার ছেলে।  

জানা গেছে, মাদক মামলায় আদালত কতৃক দুই বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি ফারুক মোল্যা দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়ি এসেছে, এমন গোপন তথ্য পেয়ে দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফারুকের নামে একধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।  

নড়াইল সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুজ্জমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আসামি ফারুককে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।