ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে অপহরণের ৬ মাস পর শিশু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
চাঁদপুরে অপহরণের ৬ মাস পর শিশু উদ্ধার

চাঁদপুর: সদর উপজেলার উত্তর বালিয়া এলাকা থেকে ছয় মাস আগে অপহরণ হওয়া তিন বছর বয়সি এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (৭ জুলাই) রাতে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

ওই শিশু সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামের। মামলাটি তদন্তের কারণে পুরো পরিচয় তুলে ধরা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিবিআই চাঁদপুর জেলা কর্তৃক অপহরণ মামলার ০৩ বছর বয়সী কন্যা শিশুকে মামলার সূত্র ধরে শনিবার (৬ জুলাই) রাতে চাঁদপুরের সদর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।

মামলার ভিকটিম শিশু মাহিয়া আক্তার ছদ্মনাম (৩) গত জানুয়ারি মাসের ২২ তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে চাঁদপুর উত্তর বালিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেন নাই। এই মর্মে তার মা ফাহিমা বেগম বাদী হয়ে মামলা করেন।

বাদীর ধারণা, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীদের সহযোগিতায় অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভিকটিমকে ঘটনাস্থল থেকে অপহরণ করে নিয়ে যায়। এই বিষয়ে চাঁদপুর সদর থানায় গত ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা হলে সদর থানার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ প্রায় পাঁচ মাস তদন্ত করার পরেও ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। যার ফলে আদালত মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআইকে মামলাটির ভিকটিম উদ্ধারপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন।

পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ জানান, মামলাটি তদন্ত করেন পিবিআই উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুর রহমান চৌধুরী‌। তিনিসহ একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ জানুয়ারি রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন ঢালিরঘাট এলাকা থেকে শিশুকে উদ্ধার করে।

রোববার শিশুর ডাক্তারি পরীক্ষা শেষে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক শিশুর জবানবন্দি লিপিবদ্ধ করে এবং শিশুকে তার মার জিম্মায় দেওয়া হয়।  

মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।  

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।