ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

কৃষি জমি রক্ষায় ইউএনওর অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
কৃষি জমি রক্ষায় ইউএনওর অভিযান ...

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ভোর বেলায় অভিযান পরিচালনা করে ২ জনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে মাটি কাটায় ব্যবহৃত ২টি ভেকু জব্দ করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।

ইউএনও জকী বলেন, কৃষি জমি রক্ষার স্বার্থে ভুক্তভোগীর অভিযোগে ভোর ৬টায় অভিযান পরিচালনা করা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ও কৃষি জমির মাটি কাটা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন অনুযায়ী ২টি ভেকুর মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ২টি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে।

তিনি বলেন, অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কেটে নেওয়া অপরাধ। যদি কেউ কৃষি জমির মাটি কেটে নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।