ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

ফরিদপুর: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বামগণতান্ত্রিক জোটের হরতাল সমর্থনে ফরিদপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।  

সোমবার (২৮ মার্চ) দুপুরে কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্য নেতারা।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।