ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলিসহ আটক ১

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলিসহ আটক ১

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকায় গোয়ালঘরের ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ সাত্তার মোড়ল (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানাধীন উওর বারোপুতা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বেনাপোল পোর্ট থানাধীন উওর বারোপুতা গ্রামে সাত্তার মোড়ল নামে এক সন্ত্রাসীর বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি লুকানো আছে। এমন সংবাদের ভিত্তিতে বারোপুতা গ্রাম থেকে সাত্তার মোড়লকে আটক করা হয়। পরে তাকে থানায় এনে জিজ্ঞেসাবাদ করলে অস্ত্র ও গুলির বিষয়টি তিনি স্বীকার করেন। পরে তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘরের ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে। আসামি সাত্তার মোড়লের নামে খুন, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ ৯ টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।