ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

ভোলায় জব্দ করা সয়াবিন তেল ন্যায্য দামে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ১৩, ২০২২
ভোলায় জব্দ করা সয়াবিন তেল ন্যায্য দামে বিক্রি

ভোলা: ভোলার পরানগঞ্জ বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করে ১৬০ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১২ মে) সকাল ১১টার দিকে অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।

এ সময় তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযানে নামে। এ সময় ভোলা সদরের পরানগঞ্জ বাজারের হৃদয় স্টোরে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

সেই সঙ্গে তেল মজুদের অভিযোগে গোডাউন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে জব্দ করা তেলের গায়ে লেখা দামে (১৬০ টাকা) ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। ক্রেতারা সারিবদ্ধ হয়ে এ তেল সংগ্রহ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ১৩, ২০২২
এফআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।