ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যুবজোট নেতা সালাম হত্যার ঘটনায় ২২ জনের নামে মামলা, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মে ১৪, ২০২২
যুবজোট নেতা সালাম হত্যার ঘটনায় ২২ জনের নামে মামলা, গ্রেফতার ৩ গ্রেফতাররা।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

 

শুক্রবার (১৩ মে) দুপুরে দৌলতপুর থানায় বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন নিহত মাহাবুব খান সালামের বাবা এনামুল হক।
মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করা হয়েছে।  

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (১১ মে) দিবাগত রাত ১১টার দিকে ভ্যানে করে আল্লার দর্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন মাহবুব। এসময় আল্লার দর্গা বাজারে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

মামলায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরীসহ একই পরিবারের ৬ জনসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান মামলার তথ্য নিশ্চিত করে জানান, ইতোমধ্যে অভিযান চালিয়ে এজাহার নামীয় সোহান, নজিবুল ও মেহেদী নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।