ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

জাতীয়

সিলিং ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ১৮, ২০২২
সিলিং ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত

লালমনিরহাট: লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুরে ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে ক্লাস চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী হিতৈষী রায়, সাবিহা, জাহান এরিনা ও সিফা।

বিদ্যালয়ের দিবা শিফ্টের শিফ্ট ইনচার্জ সহকারী শিক্ষক আব্দুল আওয়াল জানান, ৯ম শ্রেণিতে সহকারী শিক্ষক সুব্রত রায়ের ইংরেজি ক্লাস চলছিল। এ সময় হঠাৎ একটি সিলিং ফ্যান পড়ে গেলে ৪ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।  

আহত হিতৈষী রায়ের কপালে কেটে যাওয়ায় সেলাই দেওয়া হয়ছে। বাকিরা সামান্য ছিলাফোলা আঘাত পেয়েছে। তবে, সবাই আশঙ্কামুক্ত থাকায় জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় চলে যায়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মে ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।