ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

ঝড়ে গাছ ভেঙে পড়ে রিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মে ২৭, ২০২২
ঝড়ে গাছ ভেঙে পড়ে রিকশার যাত্রী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৭ মে) রাত ৮ টায় উপজেলার যশরা ইউনিয়নের মুক্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত সালমা (৩২) মিজানুর রহমানের স্ত্রী। তিনি দুই সন্তানের মা ছিলেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ এই তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত সালমা গফরগাঁও থেকে সেলাই মেশিন, গ্যাসের সিলিন্ডার কিনে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। রিকশাটি শেখবাজার টু আঠারোদানা সড়কের মুক্তারপাড়া গ্রামে পৌঁছার পর ঝড়ের কবলে পড়ে।

এসময় রাস্তার পাশের কৃঞ্চচূড়া গাছের ডাল ভেঙে রিক্সার উপর পড়ে। এতে সালমা মারাত্মক ভাবে আহত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।


বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।