ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হারানো ছেলেকে ফিরে পেলেন বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ৭, ২০২২
হারানো ছেলেকে ফিরে পেলেন বাবা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর থানা পুলিশের সহায়তায় আকাশ (৭) নামে এক শিশুকে ফিরে পেয়েছে তার বাবা মো. কাইয়ুম।

মঙ্গলবার (৭ জুন) সকালে ওই শিশুকে তার বাবার কাছে তুলে দিয়েছে পুলিশ।

তারা মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌর বাসস্ট্যান্ড থেকে গত সোমবার (৬ জুন) আকাশ নামের সাত বছরের এক শিশুকে খুঁজে পায় সদর থানা পুলিশ। পরে তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। তখন শিশুটি পুলিশকে জানায় যে, তার বাড়ি মৌলভীবাজার জেলায়। পরে মৌলভীবাজার সদর থানায় শিশুর পরিচয় শনাক্তের জন্য ছবি পাঠিয়ে যোগাযোগ করা হয়।

মৌলভীবাজার সদর থানা পুলিশ অনুসন্ধান করে জানতে পারে, শিশুটি মৌলভীবাজার সদর উপজেলার খাজিরগাঁও গ্রামের কাইয়ুমের ছেলে। পরে কাইয়ুমকে বিষয়টি জানানো হলে তিনি থানায় গিয়ে আকাশের ছবি দেখে তার নিখোঁজ হওয়া ছেলেকে সনাক্ত করেন।

এরপর ছেলেকে নিতে মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সদর থানায় আসলে কাইয়ুমের হাতে তার ছেলেকে বুঝিয়ে দেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অফিসার শিশুটিকে তার বাবার হাতে তুলে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।