ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ১০, ২০২২
গৌরীপুরে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত‍্যু হয়েছে। এ ঘটনায় শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মৃতের পরিবারে।

 

শুক্রবার (১০ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খেলার আলগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফারুক হোসেন খেলার আলগী গ্রামের মৃত ফকর উদ্দিনের ছেলে।  
নিহতের চাচাতো ভাই মো. নজরুল ইসলাম এ তথ‍্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বাড়ির পাশে নিজ সেচ মটরে একটি ষাঁড় গরু গোসল করাতে নিয়ে যান ফারুক। এ সময় সেচ মটররের বৈদ‍্যুতিক তারে  স্পর্শ লেগে বিদ‍্যুৎস্পৃষ্ট হন তিনি। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকীর বক্তব্য জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬৬০ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।