ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

ঝুমবৃষ্টি, দুপুরেই সন্ধ্যা নামলো রাজধানীতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ঝুমবৃষ্টি, দুপুরেই সন্ধ্যা নামলো রাজধানীতে আষাঢ়ের ঘন মেঘে দুপুরেই সন্ধ্যা নেমেছে রাজধানীতে- ছবি: মো. জুবাইর

ঢাকা: ‘নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।

’ কবিগুরু রবীন্দ্রনাথের এই আহ্বানের সঙ্গেই যেন তাল মেলাচ্ছে প্রকৃতি।

শুক্রবার (১৭ জুন) সকাল থেকেই রাজধানীর আকাশে সূর্যের দেখা নেই। সকালে কয়েক দফা মুষলধারে বৃষ্টি ঝরানোর পর দুপুরে ফের আকাশের মুখভার। চারদিকে মেঘের ঘনঘটা। দৃষ্টিসীমায় কেবল অন্ধকার। অবস্থা এমন যে, সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে দুপুরে। জুমার নামাজের সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হলেও বেলা তিনটার দিকে শুরু হয় বজ্রঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত।

আবহাওয়া অফিস জানিয়েছে, আষাঢ় শুরু হয়ে গেছে। বেড়েছে বজ্রমেঘের আনাগোনা। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তাও বেড়েছে। তাই এই অবস্থা। চলবে আরও কয়েকদিন। তবে সব সময় এই অবস্থা থাকবে না।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ছবি: মো. জুবাইর

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে শনিবার (১৮ জুন) সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সে. ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস পাবে। ঢাকায় দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে১০-১৫ কি. মি.। আগামী রোববার পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেট অঞ্চলে। এছাড়া সিলেট, ঢাকা, চট্টগ্রাম রাজশাহী, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস রয়েছে। তবে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের কোনো শঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।