ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

ডুবে গেল চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন, যাত্রীদের দুর্ভোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ২০, ২০২২
ডুবে গেল চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন, যাত্রীদের দুর্ভোগ

রাঙামাটি: গত কয়েকদিনের অবিরাম বর্ষণের কারণে ডুবে গেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন। ফেরির পাটাতন ডুবে যাওয়ায় পারাপারে চরম বিপাকে পড়েছে বান্দরবান-রাজস্থলী-কাপ্তাই উপজেলার যানবাহনগুলো।

এ সুযোগে আটকে পড়া যানবাহনগুলো পারাপারে সহযোগিতার বিনিময়ে শ্রমিকরা নিচ্ছেন ৫০ থেকে ১০০ টাকা।

রোববার (১৯ জুন) সন্ধ্যায় ফেরির পাটাতন ডুবে যায়।

সিএনজিচালিত অটোরিকশা চালক খোকন মল্লিক, ফরিদ, ইস্কান্দর হোসেন জানান, অতিরিক্ত পানি উঠায় ফেরির পাটাতন ডুবে গেছে। বাড়তি টাকার বিনিময়ে লোকজনের সহায়তায় সিএনজি কোনোভাবে ফেরিতে তুললাম।

মোটরসাইকেল আরোহী জয়ন্ত ধর, আবুল হোসেন জানান, পাটাতনে অতিরিক্ত পানির ফলে ফেরিতে উঠতে পারছি না।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, গণমাধ্যমকর্মী অর্ণব মল্লিক ও সংস্কৃতিকর্মী অনুপম দেব জানান, আজকের মতো অবস্থা আগে কখনও দেখিনি। আমরা যে অটোরিকশায় উঠেছি সেটা ফেরির দুই পাড়ের লোকজনের সহায়তায় বাড়তি টাকা দিয়ে ফেরিতে উঠতে এবং পার হয়ে নামতে সক্ষম হয়েছি।  

চন্দ্রঘোনা ফেরির তত্ত্বাবধায়ক মো. শাহজাহান ও চালক আমিন বলেন, অতি বর্ষণের ফলে কর্ণফুলি নদীতে পানি বেড়ে যাওয়া রোববার বিকেল থেকে ফেরিঘাটের উভয় পাড়ের পাটাতনে পানি উঠে যায়। ফলে ভারী যানবাহন তীরে উঠতে পারলেও হালকা যানবাহন যেমন অটোরিকশা ও মোটরসাইকেল তীরে উঠতে বেশ কষ্টকর হয়ে পড়ে।  

তারা আরও বলেন, যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পাটাতনে অতিরিক্ত পানি উঠলে ফেরি চলাচল যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জুন ২০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।