ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ২০, ২০২২
বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ৪ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিঝিল টহল ইউনিট আগুন দেখে ফায়ার কন্ট্রোল রুমে খবর জানায় এবং তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ও কাজ শুরু করে। বর্তমানে ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুন ২০, ২০২২
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।