ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

বাসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী প্রতীকী

ঢাকা: রাজধানীতে বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. শামীম (৩৫) নামে এক ব্যবসায়ী। তার কাছ থেকে আনুমানিক দুই লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে ভুক্তভোগীকে উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে তার মামাতো ভাই মো. আ. কাউয়ুম জানান, শামীমের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামে। মোহনগঞ্জ উপজেলায় তার মোবাইল ফোন বিক্রির ব্যবসা রয়েছে।

তিনি জানান, গতকালই শামীম গ্রাম থেকে ঢাকায় আসেন। এরপর মিরপুরে এক আত্মীয়ের বাসায় ছিলেন। আজ দুপুরে মোবাইল সেট কেনার জন্য গুলিস্তানে যান। বিকেল ৪টার দিকে শামীমই তাকে ফোন দিয়ে জানান, বাসের ভেতর তাকে কেউ কিছু খাইয়েছে। পরে বিকেল ৪টার দিকে আ. কাউয়ুম গুলিস্তান ট্রেড সেন্টার থেকে অচেতন অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী শামীমের কাছ থেকে আনুমানিক ২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার এই স্বজন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ভুক্তভোগীর পাকস্থলি পরিষ্কার করানোর পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।