ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
শেরপুরে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় আগুনে পুড়ে ইসমাইল হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বারারচর বলদিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবার নাম আমিন মিয়া। ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর বসত ঘরের পাশে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য আগুন জ্বালানো হয়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে গোয়াল ঘর থেকে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ইসমাইল ঘরে আটকা পড়ে। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে দুটি বসতঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় একটি শিশু সবার অজান্তে ঘরের ভেতর আটকা পড়ে আগুনে পুড়ে মারা গেছে।

শিশুটির মা জানান, আগুন লাগার পর তিনি ইসমাইলকে ঘর থেকে বের করে আনেন। এরপর ঘরের অন‌্যান‌্য জিনিসপত্র সরাচ্ছিলেন। কিন্তু কখন যে আবার ইসমাইল ঘরে ঢুকেছে তিনি বুঝতে পারেননি।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।