ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

একযুগ ধরে পলাতক আসামিকে গ্রেফতার করল র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
একযুগ ধরে পলাতক আসামিকে গ্রেফতার করল র‍্যাব

নারায়ণগঞ্জ: একযুগ পালিয়ে থেকেও শেষ পর্যন্ত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চোখ ফাঁকি দিতে পারেননি এক আসামি। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব-১১ এর একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতার ওই আসামির নাম নাম নবী হোসেন (৩৭)। সে আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউপি’র বগাদী গ্রামের জায়েদ আলীর ছেলে। নবী সোনারগাঁ থানার একটি হত্যা মামলার আসামি।  

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আড়াইহাজার থানাধীন বগাদী এলাকায় অভিযান  চালায়। ওই অভিযানে আসামি নবী হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়।  

র‍্যাব সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন নবী হোসেন। পরে ভিকটিমের গলায় রুমাল পেচিয়ে নৃশংসভাবে হত্যা করেন তিনি।  নিহত ওই কিশোরীর পাশের বাড়িতেই ভাড়া থাকতেন আসামি নবী হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি নবী হোসেন দীর্ঘ ১২ বছর পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনালের বিচারক হত্যা মামরার আসামি নবী হোসেনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

র‍্যাব জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এমআরপি/ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।