ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে শেষ হলো জেলা ইজতেমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
নীলফামারীতে শেষ হলো জেলা ইজতেমা

নীলফামারী: নীলফামারীতে আয়োজিত তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে।  

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলস কলোনি মাঠে জোহরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ফজরের নামাজের পরে বয়ান পেশের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা কাকরাইল জামে মসজিদের খতিব ও বাংলাদেশ তাবলিগ জামাতের সুরা সদস্য মাওলানা মো. মোশারফ হোসেন।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের ইজতেমায় কাকরাইল মসজিদের খতিবসহ বিভিন্ন দেশের অনেক ইসলামিক চিন্তাবিদরা উপস্থিত হয়েছিলেন। মানব কল্যাণের পাশাপাশি তারা দ্বীনের দাওয়াত, ধর্ম ও আখিরাত সম্বন্ধে মূল্যবান বয়ান পেশ করেছেন। এছাড়া ইজতেমা শুরুর একদিন আগে থেকেই সেখানে দেশের প্রতি জেলার তাবলিগ জামাত কমিটির সদস্য ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত হয়েছিলেন।

ইজতেমা ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ইজতেমা এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হয়েছে। পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে নীলফামারীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ইজতেমা ঘিরে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা, ডিবিসহ অন্য বাহিনী কাজ করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের কড়া নজরদারি ছিল। শান্তিপূর্ণভাবে এটি শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।