ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এতিম-ওলামাদের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এতিম-ওলামাদের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতারা

ঢাকা: রমজানের প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রথম রমজানে ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম-ওলামা-মাশায়েখদের সন্মানে বিএনপির আয়োজনে এ ইফতার মাহফিল হয়।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া প্রতিবছর এ ইফতার মাহফি্লে অংশ নিতেন। আজকের এ দিনে আমরা তার অনুপস্থিতি উপলব্ধি করছি। একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত নেই যাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। কিছুটা বলতে পারা যায় যে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এ ইফতার মাহফিলে।

দ্রবমূল্যের ঊধর্বগতিতে সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, আজকে সারাদেশে মানুষ এমন একটা অবস্থায় দিনযাপন করছে যে, তাদের শ্বাসরুদ্ধ হয়ে আসছে। আমরা পরম করুনাময় আল্লাহ‘তালার কাছে এ দোয়া চাই, যেন তিনি আমাদের সেই শক্তি দেন, সেই তৌফিক দেন যেন আমরা সংগ্রামের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারি।

এ ইফতারে তেজগাঁও রহমতে আলম ইসলামী মিশন এবং শান্তিনগর এতিমখানা ও মাদরাসার কয়েক‘শ শিশু শিক্ষার্থী অংশ নেন।

ওলামা-মাশায়েখদের মধ্যে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দীন, ‘স্পেস অব ইসলাম’ এর প্রেসিডেন্ট মাওলানা রেজোয়ানূর রহমান খান ইফতারে অংশ নেন।

এছাড়া ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক ও সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার।

ওলামা-মাশায়েখ এবং এতিম শিক্ষার্থীদের পাশে নিয়ে বিএনপি মহাসচিব ইফতার করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।