ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কারাগা‌র থেকে হাসপাতালে আ. লীগ নেতা‌ বড় ম‌নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
কারাগা‌র থেকে হাসপাতালে আ. লীগ নেতা‌ বড় ম‌নি হাসপাতালে আ. লীগ নেতা‌ বড় ম‌নি

টাঙ্গাইল: অসুস্থ হয়ে পড়ায় ধর্ষণ মামলার আসামি টাঙ্গাইল শহর আ‌ওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি গোলাম কিব‌রিয়া বড় ম‌নিকে কারাগার থে‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।  

সোমবার (১৫ মে ) রাত সা‌ড়ে ৯টার দি‌কে অসুস্থ‌্তার কার‌ণে কারাগার থে‌কে তা‌কে ২৫০ শয‌্যা টাঙ্গ‌াইল ‌জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়।

 

এদিন বেলা সা‌ড়ে ১১টায় অতিরিক্ত চিফ জু‌ডি‌সিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন প্রার্থনা কর‌লে বিচারক মাহমুদুল মহসীন তার জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন।  

বর্তমা‌নে গোলাম কিব‌রিয়া বড় ম‌নি টাঙ্গ‌াইল ‌জেনা‌রেল হাসপাতা‌লের ৩য় তলার ৬ নম্বর ওয়ার্ডের চি‌কিৎসক‌দের কেবিনে ভর্তি আছেন।  

গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বড় ভাই এবং জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

টাঙ্গ‌াইল ‌জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. সা‌দিকুর রহমান জানান, রাত সা‌ড়ে নয়টার দি‌কে আওয়ামী লীগ নেতা বড় ম‌নিকে হাসপাতা‌লে আনা হয়। হাসপাতা‌লের বি‌শেষজ্ঞ চি‌কিৎসক তার শরী‌রের পরীক্ষা-‌নিরীক্ষা কর‌ছেন। এই বিষ‌য়ে প‌রে বিস্তা‌রিত জানা যা‌বে কোনো সমস‌্যার কার‌ণে তা‌কে হাসপাতা‌লে আনা হ‌য়েছ।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
জেএইচৃ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।