ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

তারেক-জোবাইদার দণ্ড, লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
তারেক-জোবাইদার দণ্ড, লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ 

লক্ষ্মীপুর: একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছরের ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।  

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে এ সমাবেশ করা হয়।

 

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন ও জেলা আইনজীবী সমিতির ফেরদৌস আহমেদ মানিকসহ অনেকে।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বকে আওয়ামী লীগ ভয় পায়। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদার নামে একটি চক্রান্তমূলক মামলায় ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। এসব রায়ে বিএনপি ভীত নয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।